করোনার ভুয়া রিপোর্ট সরবরাহ: রিমান্ড শেষে চারজন কারাগারে

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে

কারাগারে পাঠিয়েছেন আদালত।

উভয়পক্ষের শুনানি শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এই আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, বিপ্লব দাস ও

মামুনুর রশীদকে আদালতে হাজির করে
কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মন্তর্তা এসআই দেওয়ান মো. সবুর।

গত ২৪ জুন এই চার আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই দিন মামলার অন্য দুই আসামি হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গত ২৩ জুন এই ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, হুমায়ুন কবিরের নেতৃত্বে চক্রটি রাজধানীর বিভিন্ন বাড়িতে গিয়ে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.