টাইমের প্রভাবশালীদের তালিকায় প্রিয়াঙ্কা

LOS ANGELES, CA - SEPTEMBER 28:  Actress Priyanka Chopra is seen at Universal CityWalk on September 28, 2015 in Los Angeles, California.  (Photo by Paul Archuleta/GC Images)
LOS ANGELES, CA – SEPTEMBER 28: Actress Priyanka Chopra is seen at Universal CityWalk on September 28, 2015 in Los Angeles, California. (Photo by Paul Archuleta/GC Images)

সময়টা সত্যিই খুব ভাল যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এ বছরই পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। অভিনয় করছেন হলিউড চলচ্চিত্র ‘বেওয়াচ’-এ। দাদাসাহেব ফালকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। এবার পেলেন আরেক অনন্য সম্মান। টাইম ম্যাগাজিনের সেরা ১০০ তালিকার কথা কে না জানেন। প্রতি বছর বিশ্বসেরা ১০০ জনের তালিকা প্রকাশ করে এই পত্রিকা। এই তালিকায় নাম থাকা অত্যান্ত সম্মানের বলে গণ্য করা হয়। সেই টাইম ম্যাগাজিনের ১০০ জনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

শুধু তাই নয়, তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য ৬ জনকে নিয়ে বিশেষ কভার সিরিজ করবে ম্যাগাজিনটি। এই ৬ জনের মধ্যেও রয়েছেন প্রিয়াঙ্কা। এই তালিকায় আরও লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিকি মিনাজ, মার্ক জুকারবার্গ ও প্রিসিলা চ্যানের মতো ব্যক্তিত্ব রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.