রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট,
তৈরির মেশিন ও কাঁচামালসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট, তৈরির মেশিন ও কাঁচামালসহ ছয়জনকে আটক করা হয়েছে।
রাজধানীর মিরপুর ১২ নম্বর, ব্লক-ই, রোড ৭, বাড়ি-৬২ এর সামনে বিকেল ৩টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।