এভিয়েশন নিউজ: যুক্তরাষ্ট্রের ডিভি ভিসা লটারি ২০১৬-তে বাংলাদেশসহ ১৮টি দেশের লোকজন আবেদন করতে পারবে না।
তবে চলতি বছর ডিভি ২০১৫তে আগের মতোই এসব দেশের নাগরিকরা ডিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, বাংলাদেশসহ ১৮টি দেশ থেকে গত ৫ বছরে ৫০ হাজারের বেশি লোক অভিবাসন করায় এদেশগুলোর থেকে আর কেউ আবেদন করতে পারবে না।
বাংলাদেশ ছাড়া অন্যদেশগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (দক্ষিণ আয়ারল্যান্ড ছাড়া) এবং ভিয়েতনাম।
তবে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানে জন্ম গ্রহণকারীরা আগামী ডিভি লটারিতে অংশ নিতে পারবে। ছয়টি ভৌগলিক অঞ্চলে ভাগ করে ডিভি লটারিতে ভিসা প্রদান করা হয়। এক বছরের লটারিতে কোনও দেশ শতকরা ৭ শতাংশের বেশি ভিসা পায় না।