খুলে দেয়া হল আইফেল টাওয়ার

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আংশিকভাবে খুলে দেয়া হয়েছে প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার। তবে বেশ কিছু নির্দেশনাবলী অনুসরণ করে এটি পরিদর্শন করতে হবে।

তবে এখনই আগের মতো করে আইফেল টাওয়ারকে দেখা যাবে না। এ জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। শর্তের মধ্যে রয়েছে, আগের মতো এখন টাওয়ারের লিফট ব্যবহার করা যাবে না। ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র টাওয়ারের দ্বিতীয় তলা পর্যন্ত ওঠা যাবে। যদি পরিস্থিতির অবনতি না হয় তবে ১ জুলাই থেকে লিফট খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে।

আগের মতো হাতের নাগালেই টিকেট সরবরাহ থাকছে না। সীমাবদ্ধ কিছু টিকেট প্রতিদিনের জন্য বিক্রি করা হবে। এই মুহূর্তে কাউন্টার থেকে টিকেট না কিনে অনলাইনে টিকেট কেনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরা থাকতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, টাওয়ারে কর্মরত সব কর্মী মাস্ক পরেই কাজ করছেন। এছাড়া আইফেল টাওয়ারের চার দিকে অন্তত ৩০টি জায়গায় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে।

আইফেল টাওয়ার নির্মাণ কাজ শেষ হয় ১৮৮৯ সালে। প্রতি বছর গড়ে সাত মিলিয়ন মানুষ এটি দেখতে যান, যাদের এক-তৃতীয়াংশ বিদেশি পর্যটক।

প্রকাশ : যুগান্তর, ২৯ জুন ২০২০

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.