বাংলালিংক গ্রাহকদের ২ হাজার টাকায় হেলথ চেক আপ

2016_04_02_18_44_05_D4P9YgcPurOoIQnh7lPDWeKxvFFFm1_originalএখন থেকে বাংলালিংকের প্রিয়জন গ্রাহকরা মাত্র ২ হাজার টাকায় হেলথ চেক আপ করাতে পারবেন। এই সুবিধা ৭ এপ্রিল থেকে চালু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে প্রিয়জন গ্রাহকদের জন্য নির্দিষ্ট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে হেলথ্ চেক আপ সেবা প্রদানে প্রতিষ্ঠানটি চুক্তি করেছে।

চুক্তিবদ্ধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকায় প্রেসক্রিপশন পয়েন্ট, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হসপিটাল এবং ডিজিল্যাব মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড। সিলেটে নূরজাহান হাসপাতাল লিমিটেড, চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার, বরিশালে সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রা.) লিমিটেড। রাজশাহীতে আমানা হাসপাতাল লিমিটেড, খুলনায় গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড।

হেলথ চেক আপ অফারটি পেতে প্রিয়জন গ্রাহককে ‘Health’ লিখে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে। রিপ্লাই মেসেজের মাধ্যমে গ্রাহককে তার সেবা পাবার অবস্থান সপর্কে জানানো হবে।

বাংলালিংকের হেড অফ কাস্টমার বেস ম্যানেজমেন্ট- বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমরা গ্রাহকদের জন্য নতুন কিছু আনতে সবসময় চেষ্টা করে থাকি। এই হেলথ চেক আপ অফারের মাধ্যমে আমাদের সম্মানীত গ্রাহকরা তাদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষাসমূহের মাধ্যমে তাদের শারীরিক সুস্থতার ব্যাপারে আরো বিশদ জানতে পারবেন এবং নিজেদের আরো যত্ন নিতে পারবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.