বিদ্যুৎ বিল দেখে অভিনেত্রীর চক্ষু চড়ক গাছ

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা।

করোনার কারণে গত তিন মাস ধরে বাসায় রয়েছেন মিষ্টি। এর মধ্যে গত মাসের বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়েছেন তিনি।
কিন্তু বিদ্যুৎ বিল দেখে তার চক্ষু চড়ক গাছ! কারণ এক মাসে বিল এসেছে ২৯ হাজার ১০০ টাকা।

মিষ্টি জান্নাত রাইজিংবিডিকে বলেন, বিদ্যুৎ বিল দেখে আমি অবাক হয়েছি। কীভাবে এত টাকা বিল আসলো! বাসায় নতুন কিছু কিনিনি।
বাড়তি খচরও করিনি। নরমালি আমাদের বিল আসে ৬-৭ হাজার টাকা। বিদুৎ অফিসে জানতে চাইলে তারা জানায়,
করোনার কারণে মিটার দেখতে আসতে পারেনি। তাই অনুমান করে এই বিল ধরা হয়েছে।

তিনি আরো বলেন, আমার কথা হলো অনুমান করে এত টাকা ব্যবধান হবে!
কাছাকাছি হলে মেনে নেওয়া যেত। যাই হোক বিলটা পরিশোধ করে দিয়েছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.