‘সড়ক টু’ সিনেমা বয়কটের ডাক, তোপের মুখে মহেশ ভাট!

বলিউড এখন সরগরম সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে।
তার মৃত্যুর জন্য অনেকেই দায়ী বলে অভিযোগ উঠেছে।

এরই মধ্যে সড়ক টু-এর পোস্টার সামনে এসেছে। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেছেন পরিচালক

মহেশ ভাট।
ছবির পোস্টার সামনে আসার সঙ্গে সঙ্গেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
মহেশের বিরুদ্ধে ক্ষোভ মূলত সুরিতা দাসের পোস্টের পর থেকে।
সুশান্তের মৃত্যুর পর সুরিতা দাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে দাবি করেন, সুশান্ত সিং রাজপুতের জন্য রিয়া যা করেছেন, তা অকল্পনীয়।
সুশান্তকে দেখেই ভাট সাবের পারভিন ববির কথা মনে পড়ে যায়। ওই সময়ই রিয়াকে সাবধান করন মহেশ ভাট।
শুধু তাই নয়, সুশান্তকে নিয়ে কোনও সমস্যায় পড়লেই রিয়া মহেশ ভাটের কাছে ছুটে যেতেন বলেও মন্তব্য করেন সুরিতা দাস।
তবে নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের পোস্ট মুছে ফেলেন সুরিতা দাস।
এদিকে সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে কিছু জানা যায়নি।
করোনার কারণে প্রযোজক মহেশ ভাট তার ‘সড়ক টু’ ছবিটি ডিজিটালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ না থাকায় ওভার দ্য টপ (ওটিটি) তথা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে ছবিটির প্রিমিয়ার করতে যাচ্ছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.