ফেইসবুক পোস্টেই অর্থ উপার্জন

You+Might+Be+Able+To+Make+Money+From+Your+Facebook+Postsসামনে হয়তো ফেইসবুকে দেওয়া পোস্ট থেকে অর্থ উপার্জন করতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা।

নতুন কিছু টুলস সংযোজন করার কথা ভাবছে ফেইসবুক, যা সাধারণ ব্যবহারকারীদের অর্থ উপার্জনের বেশ কিছু পথ বের করে দেবে। সম্প্রতি ফেইসবুক অর্থ উপার্জনের পছন্দের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে কিছু ব্যবহারকারীর কাছে একটি সমীক্ষা পাঠায়। একজন ভেরিফাইড ফেইসবুক ব্যবহারকারীর পেইজে এই জরিপের প্রশ্নগুলো দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ সাইট, কিন্তু সমীক্ষাটি শুধু এমন ভেরিফাইড পেইজগুলোতেই পাঠানো হয়েছে নাকি আরও বিস্তৃতভাবে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়।

জরিপের অংশ হিসাবে ‘ভার্চুয়াল টিপ জার’ নামের একটি অপশন যোগ করা হয়েছে, যা দিয়ে ভক্তরা ওই ব্যবাহারকারীদের অনুদান দিতে পারবেন। এতে করে ওই ব্যবহারকারীরা তাদের ব্র্যান্ডেড কনটেন্ট দিয়ে অর্থ উপার্জন করতে পারবে। এটি ভক্তদের জন্য সেই ইউজারদের পছন্দের তহবিলে অনুদান দিয়ে তাদের অবদান রাখার উপায় হিসেবে কাজ করবে। সেই সঙ্গে ‘কল টু অ্যাকশন’ ধরনের একটি অপশনও রাখা হয়েছে।

টাইম ম্যাগাজিন-কে পাঠানো এক ইমেইলে ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “এটা কেবল শুরু হল, আমরা আমাদের অংশীদারদের জন্য স্থিতিশীল, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মডেল সৃষ্টির জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমরা এ নিয়ে তাদের প্রতিক্রিয়া গ্রহণ করছি।”

ফেইসবুক এখনও এই মাধ্যমটিতে পোস্ট থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য অর্থ উপার্জনের পথ খুলে দেয়নি, যদিও এটি ব্যবহারকারীদের ‘ফেইসবুক মেসেঞ্জার’-এর মাধ্যমে অর্থ অনান্য সদস্যদের পাঠানোর অনুমতি দেয়। প্রতিষ্ঠানটি প্রকাশকদের জন্যও ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’-এ অর্থ উপার্জন করার উপায় হিসাবে এই সব পোস্টে ভিডিও বিজ্ঞাপন সংযোজন করার একটি নতুন অপশন চালু করেছে, চলতি বছর মার্চে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

ফেইসবুক সম্প্রতি প্রকাশ আর ভেরিফাইড ব্যবহারকারীদের স্পনসরদের সঙ্গে কাজ করার সুবিধার জন্য ব্র্যান্ডেড বিষয়বস্তুর নীতিতে পরিবর্তন এনেছে, যার মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।

ফেইসবুক এই ফিচারগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করার কোনো পরিকল্পনা করছে কি না তা এই জরিপের মাধ্যম স্পষ্ট হয় না। তবে, প্রতিষ্ঠানটি যে এমন কিছু নিয়ে ভাবছে, সেদিকেই ইঙ্গিত করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.