আজ থেকে ফিরতি হজ্ব-ফ্লাইট

Hajj-Bimanএভিয়েশন নিউজ: হাজী সাহেবানদের জন্য বিশেষ সুবিধা ৪০ কেজি চেক্ড ব্যাগেজসহ ৪৭ কেজি মালামাল বিনা ভাড়ায় আনা যাবে। আজ থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ্ব-ফ্লাইট । ঐ দিন স্থানীয় সময় সকাল ১০:৩০ মিঃ-এ জেদ্দা-ঢাকা রুটে বিমানের হজ্ব-পরবর্তী প্রথম ফ্লাইট বিজি-২০১২-এ ৪১৯ জন হাজী দেশে ফিরবেন। পোস্ট হজ্ব-ফ্লাইট চলবে ১ মাস, এ সময়ে মোট ১৩৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। সর্বশেষ হজ্ব-ফ্লাইটটি পরিচালিত হবে আগামী ০৮ নভেম্বর ২০১৪।

ফিরতি হজ্ব-ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হাজী সাহেবানদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এই সুবিধার আওতায় সম্মানিত হাজীগণ মোট ৪৭ কেজি মালামাল বিনা ভাড়ায় বহন করতে পারবেন। মালামালের এই পরিমাণে ‘চেক্ড- ব্যাগে জ ’ হবে সর্বোচ্চ ৪০ কেজি এবং ০৭ কেজি হাতে বহনযোগ্য মালামাল বা ‘হ্যান্ড-হেল্ড’ (যধহফ-যবষফ) ব্যাগেজ। সম্মানিত হাজীদের কষ্ট লাঘব করার মানসে সকল ব্যাগেজ এবার বিমান বন্দরের পরিবর্তে মক্কা ও মদীনায় বিমান নির্ধারিত স্থানে পূর্বাহ্নে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের ‘হজ্ব-ফাইট কার্যক্রম-২০১৪’-এর শুভারম্ভ হয়। চলতি বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশী- মোট ৫০,৩২৯ জন হজ্ব-যাত্রী পরিবহন করেছে বিমান। এ বছরের হজ্ব-কার্যক্রম-এর বিশেষ বৈশিষ্ট্য হল, সম্পূর্ণভাবে নিজস্ব জাহাজ ব্যবহার করে এটি পরিচালিত হচ্ছে। ফলশ্রুতিতে লীজ-খাতে ফি বছর দেয় ৬০-৭০ কোটি টাকা সাশ্রয় করতে পেরেছে বিমান।

ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে এ বছর বিমান ভাড়া ছিল ইকোনমি ও বিজনেস ক্লাস যথাক্রমে ১৫০০ এবং ২৫০০ মার্কিন ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.