পদ্মার ওপারে হবে দেশের সর্ববৃহৎ বিমানবন্দর

2016_04_22_17_53_47_DJIXVqb1JZpTbicxHgKRHMeMwsjysS_originalপদ্মার ওপারে নির্মাণ করা হবে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দর। সে লক্ষ্যেই কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে ২০১৮ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে পরিণত করা হবে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এর ১৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়াও শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের ‘হাব’ (Hub) -এ পরিণত করা হবে, যেখানে বিভিন্ন দেশের বিমান এসে নামবে। এজন্য সরকারের তৃতীয় টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘পদ্মার ওপারে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানববন্দর স্থাপিত হবে। এজন্য সেখানে চারটি জায়গা দেখা হয়েছে, যার মধ্যে থেকে একটি জায়গা নির্ধারণ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমান সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রয়েছে বলেই মনে হয়। অন্তত গত দুই বছরে আমার সেটাই মনে হয়েছে। ছয় বছর টানা লোকসানের পর বিমান গত বছর লাভের মুখ দেখেছে। আশা করছি এবারও বাংলাদেশ বিমান লাভের ঘরেই থাকবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.