দীর্ঘ লকডাউনের পর বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় পুনরায় চালু হচ্ছে মসজিদ।
তবে মসজিদে প্রবেশের বিষয়ে মুসল্লিদের জন্য ‘কঠোর নির্দেশিকা’ প্রণয়ন করেছে সরকার।
সেখানে বলা হয়েছে, মুসল্লিদের অবশ্যই সরকারি করোনা ট্রেসিং অ্যাপ ডাউনলোড করতে হবে। অসুস্থ ও বয়স্ক নাগরিক এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আমিরাতের এই অ্যাপ দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিতে পারছেন।
এর মাধ্যমেই সেখানকার সাধারণ মানুষ করোনা সংক্রান্ত সব সেবা পাচ্ছেন। কারও কোভিড-১৯ পরীক্ষা করাতে হলে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
ফলাফলও অ্যাপে পাওয়া যায়। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন মসজিদে ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মুসল্লি নামাজ পড়তে পারবেন। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জুমার নামাজ বন্ধ থাকবে।