সীমিত আকারে বুড়িগঙ্গা সেতুতে যানবাহন চলছে

সীমিত আকারে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, উদ্ধারকারী জাহাজ গার্ডারে ধাক্কা দিলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গার্ডার মেরামত শেষে সীমিত আকারে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। এটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ। উদ্ধারকারী জাহাজটি বুড়িগঙ্গা সেতু-১ এর গার্ডারে ধাক্কা দিলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.