গান নয়, কথার জাদুতে মুগ্ধ করবেন অর্ণব

11043128_10153698221052468_7211895670924070584_nশায়ান চৌধুরী অর্ণব। তবে অর্ণব নামেই অধিক পরিচিত। জনপ্রিয় একজন গানের শিল্পী। একক সঙ্গীতজীবনে তার ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পায় তার ষষ্ঠ একক অ্যালবাম খুব ডুব। সঙ্গীতের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে কণ্ঠ দিয়েছেন এবং টেলিভিশন বিজ্ঞাপনে জিঙ্গেল করেছেন। এছাড়া আরও রয়েছে অনেক অর্ণবনামা। দেশে ও দেশের বাইরে অর্ণবের রয়েছে অসংখ্য ভক্ত। সংগীতশিল্পী অর্ণব এবার হাজির হচ্ছেন আরটিভির লাইভ অনুষ্ঠান লেট নাইট কফিতে। গান নয়, কথার জাদুতে মুগ্ধ করবেন তিনি। আরটিভিতে নিয়মিত প্রচার হয় টিপস অ্যান্ড ফান বিষয়ক এ অনুষ্ঠানটি। আগামীকাল রাতে এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন অর্ণব। ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। এতে আগত অতিথিরা তাঁর জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। কথা বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। অর্ণবও তাই করবেন। তাঁর কথায় জানা যাবে জীবনের অনেক অজানা কথা। চাইলে অর্ণবের ভক্তরাও টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে যোগ দিতে পারবেন অনুষ্ঠানে। কথা বলতে পারবেন পছন্দের সংগীতশিল্পীর সঙ্গে। ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করেন মারিয়া নূর ও তৌসিফ। প্রযোজনা করেন সোহেল রানা। এটি প্রচার হবে আজ রাত ১২টা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.