২০২০-২১ অর্থ বছরের সংসদে পাস হওয়া বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে বিএনপি।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই বাজেটের আয় মেটানো কোনো মতেই সম্ভব নয়।
এই বাজেট করোনাকালীন সময়ের বাজেট নয়। এই বাজেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট পরবর্তী এই প্রতিক্রিয়া দেন।
তিনি বলেন, বাজেটে এতো আয় কোত্থেকে আসবে সেটা সুনির্দিষ্টভাবে বলা হয়নি।
রাজস্ব আয় থেকে একেবারেই সম্ভব নয়। কারণ গত বছরে ৫০ ভাগ রাজস্বও আদায় করতে পারেনি।
অন্যদিকে এখন একটা আপদকালীন বাজেট সরকারের তৈরি করা উচিত ছিলো। অর্থাত করোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপদকালীন স্বাস্থ্য,
মানুষের জীবন এবং অন্যদিকে জীবিকা, মানুষের মানবিক দিকটা সবচেয়ে বড় করে আসা উচিত ছিলো। সেগুলো এই বাজেটে নেই।
ফখরুল বলেন, এই বাজেট করোনার সময়ে বীভৎস স্বাস্থ্য সংকটে পড়া মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে দেওয়ার বাজেট,
করোনার কারণে কর্মহীর হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার বাজেট।
গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষ্যম আরো বৃদ্ধির বাজেট।
সর্বোপরি এই রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আরো সুযোগ সৃষ্টির বাজেট।