গান গাইতে গিয়ে কাঁদলেন সালমান!

Salman-Khan1461397021বলিউড তারকা সালমান খান সুঠাম দেহের অধিকারী হলেও তার মন যে অত্যান্ত নরম তা সবার জানা। তার প্রমাণ আবারও দিলেন এ অভিনেতা। সম্প্রতি সুলতান সিনেমার গানের রেকর্ডিং করতে গিয়ে কেঁদেছেন সালমান খান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি সুলতান সিনেমার ‘জাগ ঘুমিয়া’ গানের রেকর্ডিং করছিলেন সালমান খান। গানটি গাওয়ার সময় তিনি এর কথার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে, গান শেষ করে তিনি চুপ করে ছিলেন। তিনি অত্যান্ত আবেগআপ্লুত হয়ে পড়েন। এ সময় তার চোখও ছলছল করছিল।

এর আগে কিক সিনেমার ‘হ্যাংওভার’ এবং হিরো সিনেমার ‘ম্যায় হু হিরো তেরা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান। তবে ‘জাগ ঘুমিয়া’ গানটি তার গাওয়া সেরা গান হবে বলে মনে করা হচ্ছে।

আলী আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা, অমিত সাধ সহ অনেকে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে সুলতান সিনেমাটি। এর আগেই তার ‘জাগ ঘুমিয়া’ গানটি শুনতে পাবেন সালমান ভক্তরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.