বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্যাপ্টেন (অব.) ইকরাম উল্লাহকে প্রধান করে গঠিত কমিটি আগামীকাল রোববার থেকে কাজ শুরু করবে।
সম্প্রতি সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের কাছে আছিরের বিরুদ্ধে ফাইল আটকে ১০ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ জানান ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক। আছিরের বিরুদ্ধে কক্সবাজার বিমানবন্দরে ভুয়া গেটপাস দেয়ারও অভিযোগ রয়েছে। আছির এসব অভিযোগ অস্বীকার করেছেন। ঢাকা ইন্টারন্যাশনালের মালিকের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
কিন্তু সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সচিবালয় ও প্রধান প্রকৌশলী দপ্তর সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ সমকাল