বিশ্বের অন্যতম কিছু দর্শনীয় স্থান পরিচিতি

LaMudiএভিয়েশন নিউজ: গ্লোবাল সম্পত্তি পোর্টাল লামুডি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের শীর্ষ কিছু স্থানের একটি তালিকা তৈরি করেছে। ভ্রমনপিপাশুরা এক নজরে দেখে নিতে পারেন কোন জায়গার কি বৈশিষ্ট্য।

১. কক্সবাজার, বাংলাদেশ
অবসর কাঁটাতে পারেন বাংলাদেশের সমুদ্রতীরবর্তী শহরের সৈকতে। কক্সবাজার উপকূল থেকে সাত কিলোমিটার দূরের সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করতে ভুলবেন না।

২. মানজানীল্লো, মেক্সিকো
প্রশান্ত মহাসাগর কাছাকাছি অবস্থিত এই শহরটি শখের মাছ শিকারিদের জন্য বিখ্যাত।

৩. পেত্রা, জর্ডান
যেসব স্থান মারা যাওয়ার আগে অবশ্যই দেখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পেত্রা শহর। এই শহরের গোলাপি পাথর আপনাকে অতীতে ফিরিয়ে নিবে খুব সহজেই।

৪. বাররানকুইল্লা, কলম্বিয়া
ক্যারিবিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত, এই শহরের কার্নিভাল দেশের সবচেয়ে বিখ্যাত কার্নিভাল।

৫. মদিনা, সৌদি আরব
ইসলামে দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা, সৌদি আরব এর পশ্চিমে অবস্থিত, এবং সুন্দর ইসলামী স্থাপত্য পূর্ণ।

৬. বোগো সিটি, ফিলিপাইন
সেবু প্রদেশে অবস্থিত, এপ্রিল বা মে মাসে পরিদর্শন করতে ভুলবেন না, তখন সেন্ট ভিনসেন্ট উৎসব উদযাপন করা হয় দুই শহরে।

৭. কোয়েত্তা, পাকিস্তান
পাকিস্তানের ফলের বাগান – অবশ্যই সবগুলো ফলের বাগানে যাবেন এবং খেয়ে দেখবেন।

৮. ফ্লোরেস, ইন্দোনেশিয়া
কেলিমুতুর আগ্নেয়গিরি পরিদর্শন করতে ভুলবেন না যা তিনটি হ্রদ সৃষ্টি করেছে। দ্বীপের উত্তর উপকূল ডাইভিং উপভোগ করার জন্য আদর্শ.

৯. কাকামেগা বন, কেনিয়া
গ্রীষ্মমন্ডলীয় বন, এই বনে ৩৬০ ধরনের পাখি দেখা যায়, যার মধ্যে ৯ ধরনের পাখি বিশ্বের অন্য কোথাও নেই।

১০. মান্দালয়, মায়ানমার
মান্দালয় ইরাবতী নদীর কাছাকাছি উত্তর ইয়াংগুন এ অবস্থিত। এশিয়া ভ্রমনে এসে এই শহরটি মিস করা যাবে না কোন ভাবেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.