বিমানের দুবাই-আবুধাবি রুটের সিডিউল ফ্লাইট স্থগিত

ইউ.এ.ই সিভিল এভিয়েশন ১৬ জুলাই ২০২০ পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত  ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটসমুহ পরিচালনা স্থগিত করা হয়েছে।
তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিংকৃত  দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে।
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬
বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

উল্লেখ্য দীর্ঘদিন পর আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্স।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রোববার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.