ককপিটে ‘অন্তরঙ্গ’ সময় কাটানোয় চাকরি গেল পাইলটের

Spicejet-bg20160423164636ঢাকা: উড়োজাহাজের ককপিটে এয়ার হোস্টেসকে নিয়ে দরজা বন্ধ করায় চাকরি খুইয়েছেন ভারতের এয়ারলাইন্স স্পাইসজেটের এক পাইলট।

গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে এ ঘটনার পর সম্প্রতি চাকরি গেছে সে পাইলটের। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার (২৩ এপ্রিল) এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, সেদিন কলকাতা থেকে ব্যাংককের উদ্দেশে উড়াল দেওয়ার পর কো-পাইলটকে বাইরে পাঠিয়ে এয়ার হোস্টেসকে ককপিটে নিয়ে ‍আসেন পাইলট। এরপর দরজা বন্ধ করে দেন। তারপর বেশ কিছু সময় কাটান তারা ককপিটে। নিয়মবহির্ভূতভাবে ওই এয়ার হোস্টেসকে নিজের পাশের কো-পাইলটের আসনেও বসান তিনি।

ফ্লাইটটির একটি সূত্র জানায়, ফিরতি পথেও একইরকম কাণ্ড ঘটান সেই পাইলট। পরে এই অভিযোগ যায় স্পাইসজেট কর্ত‍ৃপক্ষের কাছে। অভিযোগের প্রমাণ পেয়েই সঙ্গে সঙ্গে দোষী পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন স্পাইসজেট চেয়ারম্যান অজয় সিং।

কর্তৃপক্ষ বলছে, ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় শাস্তি ভোগ করতে হয়েছে দোষী পাইলটকে। তার বিরুদ্ধে কর্মস্থলে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। এমনকি সেদিন প্রধান এয়ার হোস্টেসকে লক্ষ্য করে তিনি আপত্তিজনক ভাষাও ব্যবহার করেছিলেন বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

সেজন্য এখন কেবল ‘বরখাস্ত’ হয়েই পার পাচ্ছেন না সেই পাইলট। তার জন্য আরও শাস্তির খড়গ অপেক্ষা করছে। ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ইঙ্গিত দিয়েছে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ওই পাইলটের লাইসেন্সও বাতিল করা হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে অন্য কোনো এয়ারলাইন্সের পাইলটই হতে পারবেন না তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.