দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুই বাংলাদেশি হলেন- সুমন ও মান্নান। আহত বাংলাদেশির নাম আবু নাসের। তারা কুইন্সটাউন থেকে ব্লমফন্টেইন যাচ্ছিলেন।
সুমন দক্ষিণ আফ্রিকার মানি ট্রান্সফার কোম্পানি হ্যালোতে কুইন্সটাউন এলাকায় কাজ করতেন। আর মান্নান জেমস্ টাউনের ব্যবসায়ী এবং আহত আবু নাসের কুইন্স টাউনের ব্যবসায়ী। আবু নাসের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত সুমন ও মান্নানের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে এবং আহত আবু নাসেরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।