এভিয়েশন নিউজ: পরপর দুইদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ফিরতি হজ ফ্লাইটে ‘গড়বড়’ হলেও তৃতীয় দিনে সঠিক সময়েই হাজিরা ফিরেছেন বলে দাবি করেছে জেদ্দা হজ মিশন। তারা বলছে, হাজিরা সময়মত বিমানবন্দরে না পেঁৗছায় সমস্যা হয়েছিল, সে সমস্যা কেটে গেছে।
মিশনের হজ কর্মকর্তা ফয়জুর রহমান ফারুকী জানান, ‘মূলত প্রথম দুইদিন হাজিদের চাপ একটু বেশি ছিল, এ কারণে হজযাত্রীদের পরিবহনে নিযুক্ত গাড়িগুলো সময়মত বিমানবন্দরে পেঁৗছতে পারেনি। বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়পত্র পাওয়ার জন্য আগে থেকে সস্নট দেয়া থাকে।
সময়মত না পেঁৗছানোর কারণে সস্নটগুলো রিঅরগানাইজ করতে হয়েছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেতে সময় লেগেছে। এ কারণে হাজিদের ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে গেছে।’
তবে ফিরতি হজ ফ্লাইটের তৃতীয় দিন শনিবার এ ধরনের সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
গত বৃহস্পতিবার ফিরতি হজ ফ্লাইট শুরুর দিনই যাত্রীদের নির্ধারিত সময় ঢাকায় পেঁৗছে দিতে ব্যর্থতার পরিচয় দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় পেঁৗছে নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর। দ্বিতীয় দিন শুক্রবারও দিনের প্রথম ফ্লাইট পেঁৗছতে অতিরিক্ত সময় নেয় ৬ ঘণ্টা।
অবশ্য, বিমানের হজযাত্রীরা ভোগান্তিতে পড়লেও হজযাত্রী বহনকারী অন্য দুই বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের যাত্রীরা এ ধরনের কোনো সমস্যায় পড়েননি।
হজ কর্মকর্তা ফয়জুর বলেন, ‘প্রথম দুইদিন সমস্যা হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। আজ (শনিবার) এ ধরনের কোনো সমস্যার কথা আমরা জানতে পারিনি। আশা করি, আর কোনো সমস্যা হবে না।’ হাজিদের সুবিধার জন্য ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে ‘সিটি চেকিংয়ের’ মাধ্যমে লাগেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সবগুলো ফ্লাইট অনটাইমে রয়েছে। কোনো সমস্যার বিষয়ে অভিযোগ পাইনি।’ বিমানের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তাসনিম আক্তার বলেন, ‘মূলত ইমিগ্রেশন ছাড়পত্র পেতে হাজিদের সময় লাগায় এই সমস্যা হয়েছিল। শনিবার থেকে কোনো সমস্যা নেই।’
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার ওয়েবসাইটের তথ্য অনুসারে শনিবার বেলা ১১-৩৫ মিনিট এবং বিকাল ৩-৩৫ মিনিটে বিমানের দুটি ফ্লাইটে মোট ৮৩৮ জন হজযাত্রী ঢাকায় পেঁৗছেছেন। শনিবার জেদ্দা স্থানীয় সময় সকাল ৮-৩৫ মিনিটে বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যা ৭-৫০ মিনিটে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।
এ ছাড়াও জেদ্দা স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা, বিকাল ৫-৩৫ এবং রাত ৯টায় বিমানের আরো ৩টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৪১৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা পেঁৗছেছে ৪ ঘণ্টা দেরিতে।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চালাবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সময় মোট ১৩৪টি ফ্লাইট চালানোর কথা বিমানের। সব মিলিয়ে বিমান এবার প্রায় ৫০ হাজার হজযাত্রী পরিবহন করছে।
চলতি বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান সৌদি আরবে হজ পালন করেন, যার মধ্যে প্রায় ১ লাখ বাংলাদেশি। বাংলাদেশে ঈদের আগের দিন ৫ অক্টোবর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার এবং বেসরকারিভাবে সাড়ে ৯৭ হাজার জন হজে যান।
গত ২৭ আগস্ট বিমানের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ও সৌদি আরব সরকারের চুক্তি অনুসারে বিমান ৫০ শতাংশ এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে।