৫ অক্টোবর নয়, ইতালীতে বাংলাদেশীদের উপর নিষেধাজ্ঞা ১৪ জুলাই পর্যন্ত

শুধু কাতার এয়ারওয়েজ ৫ অক্টোবর পর্যন্ত কোন যাত্রী নিবে না ইতালীতে

বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের ৫ অক্টোবর পর্যন্ত ইতালির দেয়া নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়েছে। খোদ ইতালির গণমাধ্যমেও এনিয়ে ভিন্ন মত রয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশী হেলপ লাইনগুলোতেও এনিয়ে ভিন্ন কথা জানানো হচ্ছে।

শুক্রবার বাংলাদেশ ও ইতালির সব গণমাধ্যমে বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালী প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবেদন হেড লাইন হয়েছে।

কিন্তু এক দিন পর আজ আবার ইতালির বিভিন্ন গণমাধ্যম ও প্রবাসী নেতাদের বরাত দিয়ে খবর বেরিয়েছে ৫ অক্টোবর নয় এই নিষেধাজ্ঞা ১৪ জুলাই পর্যন্ত। ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কখনোই জারি করেনি ইতালি সরকার।

তবে কাতার এয়ারওয়েজ সিদ্ধান্ত নিয়েছে তারা ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে কোন যাত্রী নিবে না।

আমাদের ইতালী সংবাদদাতা শাওন হোসাইন ইতালি প্রবাসী বাংলাদেশী হেলপ লাইনের  উদ্বৃতি দিয়ে জানিয়েছেন,  ইতালির প্রধানমন্ত্রী জোসেপে কন্তে বলেছেন, বিভিন্ন ফ্লাইটে ইতালিতে আসা বাংলাদেশীদের ৭০ শতাংশ করোনা ভাইরাসে আক্রান্ত।

তিনি বলেছেন, বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে ইতালির উদ্দেশ্যে ফ্লাই করার নিষেধাজ্ঞা আপাতত ১৪ জুলাই  পর্যন্ত। তবে এসব দেশের করোনা ভাইরাস পরিস্তিতির উপর বিবেচনা করে সময় বাড়ানো হতে পারে। তবে এনিয়ে এখন পর্যন্ত ইতালিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কোন বিবৃতি  দেয়নি। একারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়েছে।

জানাগেছে কাতার এয়ারওয়েজ তারা নিজস্ব ভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে ৫ অক্টোবর পর্যন্ত কোন ফ্লাইট পরিচালনা করবে না।

এ প্রসঙ্গে প্রবাসী সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম তার ফেসবুক টাইম লাইনে বলেছেন, বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ইতালির উদ্দেশ্যে ফ্লাই করার নিষেধাজ্ঞা আপাতত ১৪ ‍জুলাই পর্যন্ত। তবে সংশ্লিস্ট দেশসমুহের করোনা পরিস্থিতি আমলে নিয়ে সময়সীমা বাড়ানো হতে পারে। বাংলাদেশীদের জন্য ৫ অক্টোবর পর্যন্ত পৃথক কোন নিষেধাজ্ঞা কখনোই জারি করেনি ইতালি সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.