মদিনায় বাংলাদেশিদের জন্য ক্যাটারিং সার্ভিস উদ্বোধন

madina20160423160500সৌদি হজ মন্ত্রনালয়ের অনুমোদিত বাংলাদেশিদের জন্য মদিনায় ক্যাটারিং সার্ভিস উদ্বোধন করা হয়েছে। হজ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী হজ ভিসা অনুমোদনের জন্য এ বছর থেকে বাড়িভাড়ার সাথে ক্যাটারিং এর ছাড়পত্র প্রয়োজন হচ্ছে। সে অনুযায়ী শুক্রবার মদিনায় বাংলাদেশিদের জন্য স্থানীয় ‘ওয়াক্ত আল গাহ্ওয়া’ নামক কফি শপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘আল মদিনা ক্যাটারিং সার্ভিস’এর আত্মপ্রকাশ ঘটল।

জোবায়ের মাদানীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা ক্যাটারিং এর সৌদি স্পন্সর হামজা মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা ক্যাটারিং সার্ভিস এর পরিচালক মইনুদ্দিন মাদানী, ফজলুর রহমান মহসিন ও আলমগীর মাদানী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন আলমগীর মাদানী। তিনি আল মদিনা ক্যাটারিং সর্ভিস এর উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। মদিনায় হাজিদের খাবার সাপ্লাইয়ের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হিসাবে নিজেদের অবস্থান তুলে ধরেন। ফজলুর রহমান মহসিন আল মদিনা ক্যাটারিং সার্ভিস এর সেবার মান ও তাদের কর্মদক্ষতা সম্পর্কে তুলে ধরেন।

প্রধান অতিথির ভাষণে হামজা মোহাম্মদ নোমান বলেন, হজ করতে আসা হাজিরা আল্লাহ রাব্বুল আলামীনের মেহমান। তাদের সেবা করা আমাদের দায়িত্ব। আল মদিনা ক্যাটারিং সার্ভিস শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। এর মূল উদ্দেশ্য আল্লাহর মেহমানদের সেবা করা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.