সাইবার নিরাপত্তা বাড়াতে কর্মকর্তাদের প্রশিক্ষণে বিদেশ পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক

images_125187বাংলাদেশ ব্যাংকের আন্ত:নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা বাড়াতে আইটি কর্মকর্তাদের এবার বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের এক আইটি কর্মকর্তাকে বিদেশ থেকে তিন দিনের এক প্রশিক্ষণ কোর্স করিয়ে আনা হয়েছে।

সূত্র জানিয়েছে, রিজার্ভের অর্থ লুট হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের আইটি ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র উঠে এসেছে কয়েকটি প্রতিবেদনে। পরিচালনা পর্ষদে উপস্থাপিত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রতিবেদনেও আইটি দুর্বলতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। আইটির দুর্বলতার কারণেই রিজার্ভ লুট হয়েছে বলে সবাই মতামত দেয়। অর্থমন্ত্রণালয় থেকেও এ বিষয়ে ব্যাংককে গুরুত্বসহকারে পদক্ষেপ নিতে বলা হয়, যাতে করে পুনরায় এ ঘটনা না ঘটে। নতুন গভর্নর ফজলে কবির দায়িত্ব নিয়েই ঘোষণা দেন, বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তাকে নিশ্ছিদ্র করাই তার প্রধান দায়িত্ব।

দায়িত্ব শীল সূত্রটি জানিয়েছে, সম্প্রতি সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন ও কমিউনিকেশন ডিপার্টমেন্টের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারকে সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। তার প্রশিক্ষণের বিষয় ছিল, আইটি গভর্নেন্স অ্যান্ড আইটি প্রটেকশন। এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পাশাপাশি অর্থমন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন বিভাগের মোট ২০ জন কর্মকর্তাকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। এপ্রিলে মাঝা-মাঝি সময়ে তাদের প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংককে পেপার-লেস(কাগজহীন) করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকল কাজ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা। সকল অফিস আদেশ ও সার্কুলার কাগজে প্রিন্ট করা হয় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইন্ট্রানেট ব্যবহার করা হয়। এর মাধ্যমে যেকোন সার্কুলার বা অফিস আদেশ সকল কম্পিউটারে প্রদর্শন করা হয়। ইন্ট্রানেটে ঢুকতে ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারির জন্য রয়েছে আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড।

এই ইন্ট্রানেট, ব্যাংকের আইটিখাত ও দেশ-বিদেশের ব্যাংকের সঙ্গে লেনদেনে ব্যবহৃত সফটওয়্যারসহ সামগ্রীক সাইবার নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্রটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.