দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এক শোক বার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম বাবুল একজন খ্যাতিমান ব্যবসায়ী ও স্বনামধন্য উদ্যোক্তা ছিলেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি যমুনা গ্রুপের ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের।
তাঁর মৃত্যু দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিশাল শূণ্যতা সৃষ্টি করবে। ইউএস-বাংলা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।