দুবাইয়ের ৪০ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা

করোনাভাইরাস মহামারীর ধকল কাটিয়েউঠতে ১৫০ কোটি দিরহাম বা ৪০ কোটি ৮০লাখ ডলারের নতুন এক

সহায়তা প্যাকেজঘোষণা করেছে দুবাই। শনিবার টুইটার মারফত এতথ্য নিশ্চিত করেন দুবাইয়ের ক্রাউন

প্রিন্সহামদান বিন মোহাম্মদ আল মাকতুম। খবররয়টার্স।

সর্বশেষ এ প্যাকেজের মাধ্যমে মোট তিনটিপ্যাকেজ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) দ্বিতীয় বৃহত্তম

ও দ্বিতীয় ধনী প্রদেশটি।তিনটি প্যাকেজের মোট আকার ৬৩০ কোটিদিরহামে দাঁড়িয়েছে বলে জানান শেখ হামদান।

সর্বশেষ সহায়তা প্যাকেজের মধ্যে যা থাকছে তার মধ্যে রয়েছে, সরকারের শুল্ক বিভাগ কর্তৃক আরোপিত

জরিমানামওকুফ, হোটেল ও রেস্টুরেন্টগুলোকে কর ফেরত দেয়া এবং নির্মাণ খাতে আর্থিক গ্যারান্টি

রিফান্ড দেয়া। এছাড়াবেসরকারি স্কুলগুলোকেও লাইসেন্স নবায়ন ফি থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।

ফেডারেল পর্যায়ে বিভিন্ন সহায়তা প্যাকেজের মধ্যে দুবাইয়ের এ সহায়তা কর্মসূচি ঘোষিত হলো। বিশেষ করে ইউএইরকেন্দ্রীয় ব্যাংক ঋণদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আর্থিক ও তারল্য নীতিমালা শিথিল করেছে।

জুলাই থেকে ডিসেম্বর নাগাদ হোটেল ও রেস্টুরেন্টে মোট বিক্রির ৭ শতাংশ রিফান্ড দেয়া হবে। এছাড়া আগামী ডিসেম্বরনাগাদ এ খাতের জন্য নির্ধারিত ট্যুরিজম দিরহাম ফির অর্ধেক রিফান্ড দেয়া হবে।

ক্রাউন প্রিন্স শেখ হামদান তার টুইটে বলেন, আমরা আমাদের অর্থনীতির নমনীয়তা ও টেকসইতার প্রতি আস্থা রাখি।এ অধ্যায়টা দ্রুত কাটিয়ে নিতে বেসরকারি খাতের পাশে আমরা দাঁড়াচ্ছি। যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে স্বাভাবিকপ্রক্রিয়ায় ফিরতে আমরা আগ্রহী এবং সবগুলো অর্থনৈতিক খাতকে সহায়তায়

আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্তকরছি।

তিনি আরো লেখেন, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদের নির্দেশনায় আমরা নগরীটির ভবিষ্যৎ নির্মাণে

কাজকরে যাচ্ছি, যিনি দুবাইয়ের সার্বিক কল্যাণকে সবার আগে রাখেন। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেঅসম্ভবকে সম্ভব করার এ মন্ত্র শিখেছি।

ইউএইর রাজধানী এবং সাত প্রদেশবিশিষ্ট দেশটির সবচেয়ে

বড় ও ধনাঢ্য সদস্য আবুধাবিও তাদের নিজস্ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.