দেশ সেরা ক্ষুদে প্রোগ্রামার রুহান ও আসিফ

2016_04_24_19_40_25_cJhSQ6bBwHFviIOythmjO5nHKNTLHN_originalবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে শেষ হলো দ্বিতীয়বারের মতো আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রোগ্রামিংয়ে জুনিয়র ক্যাটাগরি চ্যাম্পিয়ান হয়েছে রিজেন্ট এডুকেয়ারের নবম শ্রেণির শিক্ষার্থী রুহান হাবিব। সিনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আসিফ জাওয়াদ।

এছাড়া জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় কুইজে পর্বে জুনিয়ার ক্যাটাগরি চ্যাম্পিয়ান হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. ফাহিম আবরার, সেকেন্ডারিতে ক্যাটাগরি পাবনা জিলা স্কুলের শাহরিয়ার রিজবী এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছে সরকারি বিজ্ঞান কলেজের সেজান আহমেদ।

প্রতিযোগিতা প্রোগ্রামিংয়ে প্রতিযোগিতায় জুনিয়রে ১৬ জন এবং সিনিয়রে ২২ জনকে পুরষ্কার দেওয়া হয়েছে। কুইজের তিনটি ক্যাটাগরিতে মোট ২০ জন করে মোট ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত শুরু হয়। সকালে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনের পর শুরু হয় ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতা ও ৩ ঘণ্টা ব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা।

প্রোগ্রামিংয়ে প্রতিযোগিতায় জুনিয়ারে ১৬ জন এবং সিনিয়রে ২২ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। কুইজের তিনটি ক্যাটাগরিতে মোট ২০ জন করে মোট ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, আমরা আশাবাদী এই তরুণদের নিয়ে। আজকের তরুণরাই যেকোনো অপশক্তিকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে তরুণরা একদিন বিশ্বজয় করবে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছে। বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামীতে ৩২টি অঞ্চলে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অনেকখানী জ্ঞানের সম্পদ বৃদ্ধি হয়েছে। যে দেশের যত বেশী জ্ঞান আছে সেই দেশে ততবেশী এগিয়ে যাবে।

সমাপনী আরও উপস্থিত ছিলেন, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ কায়কোবাদ,
আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ ,
তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্চিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল সহ অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মত দেশব্যাপী ১৬টি অঞ্চলে আয়োজন করা হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর আঞ্চলিক পর্ব। এই ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আজ চূড়ান্ত পর্ব কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.