ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবীর শিকদার নামের এক যাত্রীর হেফাজত থাকা আমদানি নিষিদ্ধ ২৯০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছেন কাস্টমস সদস্যরা। তবে ওই যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।
রোববার থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বিমানবন্দর কাস্টমসে এ ঘটনা ঘটে। পাচারের উদ্দেশ্যে বড় একটি কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা হয় সিগারেটগুলো।
এ প্রসঙ্গে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, তল্লাশি করে যাত্রী প্রবীরের হেফাজতে থাকা ২৯০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ হওয়ায় এসব সিগারেট বাজেয়াপ্ত করা হয় এবং একটি বিভাগীয় মামলা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, বেলা ১২টায় থাই এয়ারলাইন্সের টিজি -৩২১ নম্বর ফ্লাইটে ২৯০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন প্রবীর শিকদার। এসময় কোনো প্রকার ঘোষণা ছাড়াই বড় একটি কাপড়েরর ব্যাগ ও লাগেজ নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন তিনি। তার গতিবিধি ও ব্যাগ দেখে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। জব্দ পণ্যের মধ্যে ইজি ব্যান্ডের সিগারেট আছে।