এভিয়েশন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজ চোরদের মূলহোতা জয়নালকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের ১নং ক্যানপি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর আর্ম পুলিশের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে জয়নাল চুরির উদ্দেশে ১নং ক্যানপিতে আসলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল বিমানবন্দর এলাকার বিদেশি যাত্রীতের লাগেজ চোরদের মূল হোতা। এর আগেও তাকে কয়েকবার আটক করা হয়। ওই সময় তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মালামাল উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন বলেন, জয়নালের বিরুদ্ধে লাগেজ চুরির বেশ কয়েটি মামলা রয়েছে। জামিন ছাড়া পেয়েই লাগেজ চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।