দেশে প্রথমবারের মতো এয়ারলাইন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ভারতভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ক্রেডিট কার্ডটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইবিএল, জেট এয়ারওয়েজ, জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেড এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেট এয়ারওয়েজ ইবিএল প্লাটিনাম ক্রেডিট কার্ড মূলত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিসা ক্রেডিট কার্ড, যা গ্রাহকরা ভ্রমণ ছাড়াও বিভিন্ন খুচরা কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, জেট এয়ারওয়েজের মতো একটি স্বনামধন্য বিমান সংস্থার সঙ্গে বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে এয়ারলাইন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করতে পেরে ইবিএল গর্বিত। এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকরা দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধিক ব্যবহূত লয়্যালটি ও রিওয়ার্ড প্রোগ্রাম জেট প্রিভিলেজের পার্টনার হিসেবে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।
জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনীশ দুরেজা বলেন, ইবিএলের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে প্রথম ভ্রমণ কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশে জেট প্রিভিলেজ সদস্যদের এমন একটি ক্রেডিট কার্ড অফার করছি, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতায় সত্যিকারের ভ্যালু সংযোজন করবে।