এভিয়েশন নিউজ: সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের আয় ২৯ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।
যাত্রী সংখ্যা ও কার্গোর পরিমাণ বৃদ্ধিতে সংস্থাটির আয় বেড়েছে। খবর এএফপি।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আবুধাবিভিত্তিক ইতিহাদ ৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী বহন করেছে, যা ২০১৩ সালের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।
ইতিহাদের কার্গো ১ লাখ ৪৪ হাজার ৪৯৮ টন পণ্য পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে সংস্থাটি তৃতীয় প্রান্তিকের মুনাফা বা ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
ইতিহাদপ্রধান জেমস হোগান বলেন, ‘আমরা ২০১৪ সালে মুনাফার ধারা বজায় রাখার ব্যাপারে আস্থাশীল।’ তিনি জানান, পরিবর্তনশীল তেলমূল্য, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও অংশীদারিত্ব ও অন্য বিমান সংস্থায় ক্ষুদ্র বিনিয়োগের কারণে সংস্থাটির ইতিবাচক ফল অব্যাহত থাকবে।
গত বছর ইতিহাদ ১১ দশমিক ৫ মিলিয়ন যাত্রী বহন করেছিল এবং আয় হয়েছিল ৬ দশমিক ১ বিলিয়ন ডলার। আর মুনাফা ৬২ মিলিয়ন ডলার।