হৃতিক-কঙ্গনার অন্তরঙ্গ ছবি ফাঁস!

Kangana-inner20160426162008বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের মধ্যকার বিরোধের সূত্র ধরে তাদের প্রেমসহ অনেক কিছুই বেরিয়ে এসেছে। এ নিয়ে জলঘোলা হচ্ছে ব্যাপক। সেই সঙ্গে যতো দিন যাচ্ছে, বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সত্যি। এবার একটি ছবি ফাঁস হওয়ায় এ ঘটনা নতুন মোড় নিলো বলে!

কে বা কারা হৃতিক-কঙ্গনার অন্তরঙ্গ মুহূর্তের একটি স্থিরচিত্র ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরা হৃতিক জড়িয়ে ধরে আছেন কঙ্গনাকে।

কিছুদিন আগে হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেন কঙ্গনা। এরপর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা হয়। হৃতিক জানান, প্রয়োজনে পোপের সঙ্গে প্রেম করবেন, তবু বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গে নয়। পোপকে টেনে আনায় কিছু ধর্মীয় সংগঠনের রোষানলে পড়তে হয়েছে তাকে।

এখানেই শেষ নয়, হৃতিক ও কঙ্গনা একে অপরকে আইনি নোটিশও পাঠিয়েছেন। ক’দিন আগে হৃতিককে পাঠানো বেশকিছু ই-মেইল ফাঁসের ঘটনাও ঘটেছে। এবার ফাঁস হলো ছবি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.