ইউনাইটেড এয়ারওয়েজের শীতকালীন মূল্যছাড়

united-airways-bdএভিয়েশন নিউজ: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড বাংলাদেশে বেসরকারি বিমান পরিবহন খাতে সর্ববৃহৎ এয়ারলাইন্স। যা বাংলাদেশের পুঁজিবাজারে বিমান পরিবহন খাতে একমাত্র কোম্পানি। ইউনাইটেড এয়ারওয়েজ এ দেশের পর্যটন শিল্পের বিকাশে গত সাত বছর ধরে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন পর্যটন ও শীতকালীন মৌসুম উপলক্ষে ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে।

পর্যটন শিল্প বিকাশে সম্মানিত যাত্রীসাধারণকে আকৃষ্ট করার জন্য ইউনাইটেড এয়ারওয়েজ গতকাল সোমবার থেকে অভ্যন্তরীণ সব রুটে আকর্ষণীয় মূল্যছাড় প্রদান করেছে। শীতকালীন অফার উপলক্ষে ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম ৩৫০০ টাকা, কক্সবাজার ৫০০০ টাকা, সিলেট ৩০০০ টাকা, যশোর ৩০০০ টাকা, সৈয়দপুর ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবার ঢাকা থেকে রিটার্ন ভাড়া চট্টগ্রাম ৭০০০ টাকা, কক্সবাজার ১০,০০০ টাকা, সিলেট ৬০০০ টাকা, যশোর ৬০০০ টাকা, সৈয়দপুর ৬০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লিখিত ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। ২০০৭ সালের ১০ জুলাই ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসনবিশিষ্ট ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.