দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও আইটি কনসাল্টিং ই-জেনারেশন লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্পাইডার ডিজিটাল ইনোভেশন্স যৌথভাবে দেশের সাইবার নিরাপত্তায় অবকাঠামো উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করেছে।
এ লক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গতকাল সমঝোতা চুক্তি সই হয়। ই-জেনারেশন লিমিটেডের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসাইন খান এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশন্সের প্রধান উদ্ভাবন কর্মকর্তা কাজী মনিরুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান এবং অপারেশন প্রধান এমরান আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে শামীম আহসান বলেন, বাংলাদেশে বিশ্বমানের সিকিউরিটি সল্যুশন্স বিশেষকরে সাইবার সিকিউরিটি সল্যুশন্স দিতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। স্পাইডার ডিজিটাল ইনোভেশন্সের সংযুক্ত আরব আমিরাতে কাজের অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।
এছাড়া ই-জেনারেশনের আন্তর্জাতিক সিকিউরিটি কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার এ প্রক্রিয়া বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ক্ষেত্রে নতুন যুগের উন্মোচন হবে বলে মনে করছেন শামীম আহসান।
স্পাইডার জিজিটাল ইননোভেশন্সের উদ্ভাবন কর্মকর্তা এবং গুগল বাংলাদেশের সাবেক প্রতিনিধি কাজী মনিরুল কবীর বলেন, সাইবার নিরাপত্তা সেবা দিতে ই-জেনারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে ইনফরমেশন সিকিউরিটি নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। প্রত্যাশা করছি, ই-জেনারেশনের সঙ্গে যৌথভাবে ইনফরমেশন সিকিউরিটি সেবায় গ্রাহকদের দারুন অভিজ্ঞতা দিতে পারবো।
প্রতিষ্ঠানদুটির কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৮ মে ‘বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স‘ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।