ইতালিতে ঈদুল আজহা উদযাপন

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ) প্রতি বছরের মত এবারো রাজধানীসহ বিভিন্ন জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ইতালিতে প্রায় ৫০ টির মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে। তবে করোনা পরিস্থিতিতে এক অন্যরকম ঈদ উদযাপন করেছ প্রবাসী বাংলাদেশিরা।

তবে ইতালির বেশকিছু শহরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঈদের জামাত হয়নি। প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমরা বাসায় পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের জামাতে দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়।

ইতালির রাজধানী রোমে কোরবানির অর্ডার দিয়ে কোরবানি দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিয়েছেন।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.