মাদ্রাজি ঢংয়ের গানে নাচলেন চাঁদনী

chandni-sm20160429151450টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী। নাচের শিল্পী হিসেবেও তিনি খ্যাতি পেয়েছেন। দীর্ঘদিন পর তাকে পাওয়া যাবে নৃত্যশিল্পী হিসেবে। একটি ম্যাগাজিন অনুষ্ঠানে থাকছে চাঁদনীর পরিবেশনা।

‘পরিবর্তন’ নামের নতুন একটি ম্যাগাজিন অনুষ্ঠান শুরু করেছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। এর প্রথম পর্বে নাচ নিয়ে হাজির হচ্ছেন চাঁদনী। সম্প্রতি এটি ধারণ করা হয়েছে। মাদ্রাজী ঢংয়ের গানটি তৈরি করেছেন কলকাতার সুরকার ও সংগীত পরিচালক পিন্টু ঘটক। এটি গেয়েছেন বাংলাদেশের শিল্পী শাহীনা হক।

‘পায়েলিয়া বাজে ছনছনাছন…’ এমন কথার গানটির নৃত্যে চাঁদনীর পোশাক-পরিচ্ছদেও রাখা হয়েছে নতুনত্ব। এর কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

উপস্থাপক আনজাম মাসুদ জানান, ব্যতিক্রমী ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ আগামী ৩ মে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। রাত ১০টার ইংরেজি সংবাদের পর শুরু হবে এটি। ‘পরিবর্তন’-এর সাফল্য নিয়ে দারুণ আশাবাদী আনজাম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.