বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের আত্মহত্যার ঘটনায়ও তার নাম জড়িয়েছে।
বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই বিরক্ত এই অভিনেতা। এবার থানায় অভিযোগ দায়ের করলেন এই অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—কোনোরকম তথ্য প্রমাণ ছাড়া অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের আত্মহত্যার ঘটনায় সুরজ পাঞ্চোলির নাম জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি উল্লেখ করে গতকাল (১০ আগস্ট) মুম্বাইয়ের ভার্সোভা থানায় অভিযোগ করেছেন সুরজ পাঞ্চোলি।