চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তির নাম হাজী নুরুল কবীর (৭০)।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পাহাড়ি এলাকায় নিজের বাগানে কাজ করতে গিয়ে তিনি হামলার শিকার হন।
স্থানীয় চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে সাতকানিয়ার চরতি ইউনিয়নে পাহাড়ী এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
বুধবার হাজী নুরুল কবীর নিজের বাগানে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।