সেপ্টেম্বর মাস অ্যাপল ভক্তদের কাছে উৎসবের মাস হিসেবে পরিচিত। কারণ প্রতিবছরের এই মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে টেক জায়ান্ট অ্যাপল।
২০১২ সাল থেকে শুরু করে কখনোই এর ব্যতিক্রম ঘটেনি।
তবে আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, এ বছর করোনার কারণে ব্যতিক্রম ঘটবে বলেই মনে হচ্ছে।
আইফোন নির্মাতা কোম্পানিটি ইতিমধ্যে নিশ্চিত করেছে, এ বছর নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক সপ্তাহ পরে উন্মোচন করা হতে পারে নতুন আইফোন অর্থাৎ আইফোন ১২।
অ্যাপলের নতুন পণ্যের তথ্য আগেভাগে ফাঁসের জন্য বেশ পরিচিত জন প্রোসার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) টুইটারে তিনি জানান, অক্টোবর মাসের ১২ তারিখে ‘আইফোন ১২’ উন্মোচন করতে পারে অ্যাপল।
আইফোনের আগে সেপ্টেম্বরের ৭ তারিখে অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের নতুন ভার্সনের ঘোষণা দিতে পারে কোম্পানিটি এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
এদিকে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়, অ্যাপল সাধারণত মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা দিয়ে থাকে।
সেই হিসেবে ১২ অক্টোবর এর পরিবর্তে দিনটি ১৩ অক্টোবর হতে পারে।