সুশান্ত সিং রাজপুত মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য দিয়েছেন তিনি।
তবে রিয়ার আইনজীবী দাবি করছেন, উক্ত মামলায় বিহার পুলিশের ‘নাক গলানো’ একেবারেই বেআইনি।
সিবিআই তদন্তের জন্য বিহার সরকারের পক্ষ থেকে গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের কাছে একটি আবেদন জানানো হয়েছিলো।
নীতিশ কুমার সরকারের সেই আবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা দেশের শীর্ষ আদালতের কাছে এই সুপারিশ জানায়।