জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০১৪ সালের ২ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত ৯ হাজার ১শ‘ ৩২টি পাসপোর্ট ইস্যু করে ২ কোটি ৮৩ লাখ ৯১ হাজার ৯শ’ ৮৫ টাকা রাজস্ব আদায় করেছে। ৫দিনব্যাপী সেবা সপ্তাহে জয়পুরহাট পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ আলী আশরাফ এ তথ্য জানান। জয়পুরহাটে পাসপোর্ট অফিস শুরু পর থেকে জেলাবাসীর দীর্ঘ দুর্ভোগের অবসান হয়। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায় জয়পুরহাটে পাসপোর্ট অফিস চালুর পরে ৮ হাজার ৯শ’ ১৫টি বেসরকারী এবং ২১৭টি সরকারী পাসপোর্ট ইস্যু করা হয়।