ডেঙ্গু সেরে গেলেও ওষুধ খাওয়ানো হতো সুশান্ত সিং রাজপুতকে!

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে সুশান্ত সিং রাজপুতের জীবনের সবকিছু পালটে যেতে শুরু করে।
সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং ভাইয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এসএসআর-এর সঙ্গে থাকতে শুরু করেন রিয়া চক্রবর্তী।

এরপরই সুশান্তের সঙ্গে তাঁর বাড়ির কর্মীদের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবার এমনই দাবি করলেন সুশান্তের প্রাক্তন অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াটি।

এক সাক্ষাতকারে রজত দাবি করেন, রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচয়ের পর থেকেই সুশান্তের জীবন ধরণ পালটে যেতে শুরু করে।
সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকেও নিয়োগ করেন রিয়া।
সিদ্ধার্থ পিটানিকেও সুশান্তের বাড়িতে নিয়ে গিয়ে হাজির করেন রিয়া চক্রবর্তী।
পুরনো কর্মীদের সব একে একে ছাটাই করে নতুনদের নিয়োগ করতে শুরু করেন রিয়া।
এমনকী, কারও সঙ্গেই সুশান্তকে কথা বলতে দেওয়া হতো না।
কর্মীদের সঙ্গে রিয়া চক্রবর্তীই ফোন করে কথা বলতেন বলেও দাবি করেন রজত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.