ঢাকার আকাশে অপেক্ষায় ছিলো ৪ প্লেন

airrrr20160501204740দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে শাহজালালে অবতরণ করতে না পেরে ঢাকার আকাশে আটকে ছিলো ৪টি এয়ারলাইনসের ৪টি পৃথক প্লেন।

ফ্লাই দুবাই, ইতিহাদ, এমিরেটস ও মালয়েশিয়ান এয়ারলাইনসের নিয়মিত শিডিউলের এই প্লেনগুলোর রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। কিন্তু হঠাৎ করে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ৭৫ কিলোমিটার বেগে কালবৈশাখী শুরু হলে সেগুলি বিড়ম্বনায় পড়ে।

এমন আবহাওয়ায় অবতরণ সম্ভব না হওয়ায় এয়ারপোর্ট কর্তৃপক্ষ প্লেনগুলোকে অপেক্ষমান রাখে। ফ্লাইটগুলো হলো-এফডিবি ৫৮৫, ইটিডি ২৫৮, ‍ইউএই ৫৮৪ ও মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট।

পরে আকাশ পরিষ্কার হলে রাত সাড়ে আটটার দিকে প্লেনগুলো অবতরণের অনুমতি পায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.