গ্রাহকদের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন তুলে দিতে ওকাপিয়া ও লাভা ব্র্যান্ডের সঙ্গে মিলে বাংলাদেশের বাজারে স্মার্টফোন অানলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।
লাভা অাইরিশ-৫০৫ মডেলের স্মাটফোনটির মূল্য ২ হাজার ৯৪৫ টাকা এবং ওকাপিয়া অালো মডেলের হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫৯৫ টাকা।
সোমবার (০২ মে) রাজধানীর একটি হোটেলে স্বল্পমূল্যে স্মার্টফোন অানার ঘোষণা দেয় গ্রামীণফোন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির অাজমান বলেন, ৭৭ শতাংশ ফিচারফোন ব্যবহারকারীর জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধার কথা বিবেচনা করে গ্রামীণফোন হ্যান্ডসেট দুটি নিয়ে এসেছে।