৪৩ বছরে ফারুকী

faruki20160502073014নতুন প্রজন্মে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণে যে ক’জন নির্মাতা ঢাকাই ছবিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করছেন মোস্তফা সরয়ার ফারুকী তাদের অন্যতম একজন। নাটক-বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হলেও তিনি চলচ্চিত্র নির্মাণে জনপ্রিয়তা পেয়েছেন।

আজ এই নির্মাতার ৪৩তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন ফারুকী। এবারে এই নির্মাতার জন্মদিন কাটছে নতুন ছবি ‘ডুব’র শুটিং ব্যস্ততায়। নেই তেমন কোনো আয়োজন। তবে ফেসবুক-মোবাইলে তিনি সিক্ত হচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়।

তবে প্রতি জন্মদিনেই স্ত্রী তিশার কাছ থেকে সারপ্রাইজ পেলেও এবারে আর সেটি হচ্ছে না। কারণ ফেসবুক। ফেসবুক থাকায় আগে আগেই জন্মদিনের খোঁজ পেয়ে যাচ্ছে সবাই। এ মধুর বিড়ম্বনা উপভোগ করছেন ফারুকী। জন্মদিনের আগে তাই এক ফেসবুক স্ট্যাটাসে সে কথা উচ্চারণ করলেন তিনি। সঙ্গে সঙ্গে সকলের কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন এ নির্মাতা।

ফারুকী লিখেছেন, ‘একদিন আগ থেকেই আপনাদের পাঠানো শুভেচ্ছা আমাকে অ্যালার্ট করে ফেলে, আমি আর চাইলেও ভুলে যেতে পারি না যে দুই তারিখ আমার জন্মদিন। ফলে আমাকে সারপ্রাইজ দেয়াটা তিশার জন্য কঠিন হয়ে উঠছে। যদিও আমি আশংকা করছি এই জন্মদিনে তিশা কোনরকম সারপ্রাইজ দেয়ার চেষ্টা না করার মধ্য দিয়েই আমাকে সারপ্রাইজ দিবে। যাই হোক জন্মদিন উপলক্ষে আমি আসলে সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা (তোমরা এবং তোরাও অন্তর্ভুক্ত) যারা নানা ভাবে আমার জীবন যাপন করাটা সহজ করেছেন, আনন্দময় করেছেন, উষ্ণ করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি হয়তো সবসময় আদর্শ রেসপন্স করতে পারি নাই, তবুও আপনারা আমাকে আপনাদেরই একজন মনে করে দোয়া করেছেন ‘অনেক দিন বেঁচে থাকেন, ভাই’ বলে। এই দোয়া, আস্কারা, এবং ভালোবাসা অব্যাহত থাকুক। লাভ ইউ।’

মোস্তফা সরয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ‘ছবিয়াল’ নামে একটি সংগঠন। তিনিই এই সংগঠনের পুরোধা ব্যক্তিত্ব। এই সংগঠনের সদস্যরা নিজেদের ভাই বেরাদর বলে পরিচয় দেন। ফারুকী প্রথমে নাটক ও বিজ্ঞাপনে হাত পাকিয়েছেন। তবে নাটকের গল্প ও সংলাপের জন্য দারুণভাবে সমালোচিত হন ফারুকী। কিন্তু তরুণ প্রজন্মের কাছে তার রাতারাতি জনপ্রিয়তা তৈরি হয়। সেই সাফল্যে অনুপ্রাণীত হয়েই তিনি নাম লেখান চলচ্চিত্রে। তার প্রথম নির্মাণ ছিলো ‘ব্যাচেলর’। ভাষা ও সংলাপের জন্য ছবিটি সমালোচকদের কাছে নিন্দা কুড়ালেও তরুণ প্রজন্মের কাছে ভালোই সাড়া ফেলে।

তারপর তিনি নির্মাণ করেন ‘মেড ইন বাংলাদেশ’। একে একে ধারাবাহিকতায় ফারুকী উপহার দিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ নামের চলচ্চিত্র। বর্তমানে ফারুকী নির্মাণ করছেন ‘ডুব’ নামের চলচ্চিত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.