স্মৃতিসৌধে কুয়েতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

queat-SM20160504062557জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের সন্মান জানিয়েছেন ঢাকা সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।

বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বেলা ১১ টার দিকে সফর সঙ্গীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান কুয়েতের প্রধানমন্ত্রী। ১১ টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে মূল বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় তিনি সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। রেওয়াজ অনুযায়ী পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি উদয় পদ্ম গাছের চারা রোপন করেন তিনি। সবশেষে বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি।

এর আগে কুয়েতের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পৌঁছালে তাকে সেখানে স্বাগত জানান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান, ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.