পায়রা সেতু নির্মাণে সহায়তা করছে কুয়েত : প্রধানমন্ত্রী

PM0261462366893পদ্মা সেতু থেকে পায়রা বন্দর যাওয়ার জন্য পায়রা সেতু নির্মাণে কুয়েত আর্থিক সহায়তা করছে। পাশাপাশি লেবুখালি সেতুও কুয়েত সরকারের অর্থায়নে হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা একথা বলেন। এসময় সংসদে উপস্থিত থেকে অধিবেশন পর্যবেক্ষণ করছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহসহ দেশটির প্রতিনিধি দলের সদস্যরা।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আকাশ থেকে ভূমিতে চলে এসেছেন। আমরা পদ্মা সেতু নির্মাণ করছি। নির্মাণও খুব দ্রুত হচ্ছে। সেই সাথে রেল সেতুও হয়ে যাবে। এর সঙ্গে একটি সুখবর দিচ্ছি। মান্যবর কুয়েতের প্রধানমন্ত্রী এখানে (সংসদে) উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি এবং কতকগুলো এগ্রিমেন্ট সই করেছি। পায়রা বন্দরে যাওয়ার জন্য পায়রা সেতু নির্মাণে কুয়েত আমাদের আর্থিক সহায়তা দিচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘তাছাড়া লেবুখালি সেতুটিও কুয়েতের অর্থায়নে হচ্ছে। কাজেই এইদিক থেকে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি।’

এ জন্য তিনি কুয়েতের প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.