এয়ারবাসের মুনাফা কমেছে ৪১ শতাংশ

Airbusএভিয়েশন নিউজ: এক বছর আগের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নেট মুনাফা ৪১ শতাংশ কমেছে বলে জানিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।

শুধু তাই নয়, এ৪০০এম মডেলের সামরিক আকাশযান নির্মাণ কর্মসূচিতে অতিরিক্ত ব্যয়ের কারণে পুরো বছরের নেট মুনাফা আরো কমার সতর্কতা দিয়েছে ফ্রান্সভিত্তিক কোম্পানিটি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

এক বিবৃতিতে নেদারল্যান্ডসে নিবন্ধিত কোম্পানিটি জানিয়েছে, গত বছরের তৃতীয় প্রান্তিকে নেট মুনাফা হয়েছিল ৪৪৫ মিলিয়ন ইউরো। এ বছর তা ২৬৪ মিলিয়ন ইউরোয় নেমে এসেছে।

এ সময় এ৩৮০ সুপার জাম্বো মডেলের কারণে মুনাফায় সবচেয়ে প্রভাব পড়েছে। এছাড়া একক-করিডোর ও প্রশস্ত বডির জেট থেকেও তেমন আয় আসেনি কোম্পানিটির। তবে এ সময় আগের বছরের মতোই ১৩ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বিক্রি হয়েছে এয়ারবাসের।

এয়ারবাসের প্রধান নির্বাহী টম এন্ডারস বলেন, ‘আমরা এখন বেশ কয়েকটি চ্যালেঞ্জের সামনে। এ৪০০এমসহ বাণিজ্যিক জেট এ৩৫০ নির্মাণ কর্মসূচিতে একটি শক্ত ব্যবস্থাপনা প্রয়োজন।’ এদিকে এ৪০০এম মডেলের সামরিক আকাশযানটি নির্মাণে বেশ বেগ পেতে হচ্ছে এয়ারবাসকে। এ ধরনের প্রকল্পে বিলম্ব হওয়া মানে আরো খরচ হওয়া, যা মুনাফা কমিয়ে দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.