সাইবার জগতকে নিরাপদ রাখতে প্রশিক্ষণ অব্যাহত থাকবে : পলক

Polok-220160505130523তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার আক্রমণ মোকাবেলা এবং সাইবার জগতকে নিরাপদ রাখতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অব্যাহত রাখবে সরকার।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের আওতায় ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা ও অ্যাকশনাবল ইনটেলিজেন্স অ্যানালাইসিস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ই-গভর্মেন্ট প্রতিষ্ঠার অংশ হিসেবে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এলআইসিটি প্রকল্প সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০০ সরকারি কর্মকর্তাকে সাইবার নিরপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ১৮০০ সরকারি কর্মকর্তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, দিল্লির ইএসআই ইনস্টিটিউট এবং বিসিসি’র বিশেষায়িত ল্যাবে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান সাইবার হামলা, ঝুঁকি ও অপরাধ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। তাই শুধু ২৫০০ সরকারি কর্মকর্তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার স্পেস ও আইটি সিস্টেমকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা এবং সাইবার ঝুঁকিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ চলমান রাখা হবে।

প্রশিক্ষণার্থী কী শিক্ষা লাভ করলো ও প্রশিক্ষকরা কী প্রশিক্ষণ দিয়েছেন তা জানতে চেয়ে পলক বলেন, মনে রাখতে হবে জনগণের অর্থে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ অর্থের সদব্যবহারের জন্য প্রশিক্ষণ কার্যকর হতে হবে।

পরে ব্যাংক এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ৪০ জন কর্মকর্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম চৌধুরী, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এবং এলআইসিটি উপ-প্রকল্প পরিচালক ও জাতীয় ডাটাসেন্টারের পরিচালক তারেক এম বরকত উল্লাহ, নরওয়ে ভিত্তিক এনআরডি সিএস ও যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং এর প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.